খেলাধুলা ডেস্ক: অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা খুলনা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন।
গত ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগেই ইনজুরিতে পড়েন ডানহাতি এই পেসার। তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসকেরা তাকে সার্জারির পরামর্শ দিয়েছেন, যার জন্য প্রয়োজন অন্তত ৪ লক্ষ টাকা। তবে এনসিএলের বেতন কাঠামোর বাইরে থাকা সালমানের পক্ষে এই ব্যয় বহন করা কঠিন। অসহায় অবস্থায় সালমান সাহায্যের আবেদন জানিয়েছেন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে।
উল্লেখ্য, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা ছিল তার।
সম্পাদক ও প্রকাশক : আলমাস হোসাইন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান টাওয়ার নিচতলা বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল: ০১৭৭৫০৮০৬২০
দৈনিক বাংলাদেশ ক্রাইম