আলমাস হোসাইন:
সাভারের আশুলিয়ায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের মূলহোতা মো. বিদ্যুৎ মণ্ডল (৩৭)–কে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির খিলগাঁও থানার পশ্চিম নন্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের একটি টিম।
গ্রেপ্তারকৃত বিদ্যুৎ মণ্ডল জয়পুরহাট জেলার কালাই থানার তালোরা বাইগুনি এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, চলতি বছরের ২৭ জানুয়ারি আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির রহস্য উদঘাটনে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে।
রবিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা কৌশল অবলম্বন করে বিদ্যুৎ মণ্ডলের অবস্থান শনাক্ত করা হয়। উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সালামের নেতৃত্বে একটি বিশেষ টিম খিলগাঁওয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যুৎ মণ্ডল হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি জানায়, নিহত নারী তার তৃতীয় স্ত্রী নারগিস আক্তার (২৭)। বিদ্যুৎ আরও জানায়, হত্যাকাণ্ডে তার বোনজামাই শাকিলুরও সরাসরি জড়িত ছিল এবং তারা মিলে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক শাকিলুরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আলমাস হোসাইন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান টাওয়ার নিচতলা বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল: ০১৭৭৫০৮০৬২০
দৈনিক বাংলাদেশ ক্রাইম