আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারে অভিযান চালিয়ে অর্ধ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযান পরিচালনা
রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী
গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর নাম কমলা বেগম (৪৫)। তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার ধানচন্দ্রপুর গ্রামের মজিবরের স্ত্রী। বর্তমানে সাভারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে জানা গেছে।
পুলিশের বক্তব্য
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন,
গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করি। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
আটককৃত কমলা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ডিবি পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : আলমাস হোসাইন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান টাওয়ার নিচতলা বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল: ০১৭৭৫০৮০৬২০
দৈনিক বাংলাদেশ ক্রাইম