আশুলিয়ায় গার্মেন্টস কর্মকর্তা শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলমাস হোসাইন :
ঢাকা জেলার আশুলিয়ায় সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামের এক শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিহতের সহকর্মীরা ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তার ফ্ল্যাটে যান। দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *