
আলমাস হোসাইন : (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারে বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন।
এর আগে সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতিকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
ইসমাইল (২৭), পিতা সুলতান শেখ, পারকুলা, কালুখালি, রাজবাড়ী। বর্তমানে আশুলিয়ার ইসলামনগর এলাকায় বসবাস করতেন।
মোঃ শরীফ (৩৮), পিতা মৃত আব্দুল কুদ্দুস, গেরুয়া, আশুলিয়া।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ওসি মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।