
বাংলাদেশ ক্রাইম ডেস্ক:
পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং অখন্ড বাংলাদেশ ও ‘সবাই বাংলাদেশি’ এই পরিচয়কে দৃঢ়ভাবে ধারণ করতে হবে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিআরডিএফ মিলনায়তনে আয়োজিত আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব নৃগোষ্ঠী, উপজাতি, আধা উপজাতিসহ সবাইকে বাংলাদেশি হতে হবে। একটি জাতি গঠনে ভাষা, একক সংস্কৃতি ও ধর্মই প্রধান বিষয় নয়; বরং বিভিন্ন ভাষাভাষী, ধর্মাবলম্বী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মিলিত উপস্থিতিই জাতির পরিচয় দেয়।”
তিনি আরও বলেন, “পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনতে কোটা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। এটি বিশ্বের প্রায় সব দেশে রয়েছে এবং আগামী ৫০-১০০ বছর পর হয়তো এর প্রয়োজন থাকবে না।”
বিএনপির এই নেতা উল্লেখ করেন, “বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখা গেছে। স্বাধীনতার ৫০ বছর পরও বিভিন্ন পক্ষ-বিপক্ষের কথায় আমাদের বিভক্ত করা হয়েছে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বলে আলাদা করতে চেয়েছিল, তারাও বিজয়ের পর তা অস্বীকার করেনি।”
তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্য নষ্ট না হওয়ার জন্য সতর্ক থাকার কথাও বলেন।