
শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইসলামপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, জামালপুরের ইসলামপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর.জে রাজু আহমেদ তার ফেসবুকে শরীফ ওসমান হাদীর ওপর কথিত টার্গেট কিলিংয়ের নামে বর্বরোচিত হামলার কুরুচিপূর্ণ বক্তব্য ফেসবুকে ছড়িয়ে দেয়। তারপ্রেক্ষিতে
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর থানা গেইটের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
মিছিলে অংশগ্রহণকারীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর.জে রাজু আহমেদ কে দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভে বক্তারা অভিযোগ করে বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর দমনে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
পরে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাে: আব্দুল কাইয়ুম গাজী এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং ওসমান গনি হাদীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যদানকারী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর.জে রাজু আহমেদকে দ্রুতসময়ে গ্রেফতারের আশ্বাস দেন।