আশুলিয়ায় পৃথক অভিযানে যুবলীগের দুই সাবেক নেতা গ্রেপ্তার

আলমাস হোসাইন : ( ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে রাত ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকা এবং রাত ৯টার দিকে শিমুলিয়ার কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—

আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত ওসমান আলীর ছেলে মো. আলী আজগর ওরফে জামাল হোসেন, যিনি আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে মো. জাকির হোসেন (৪০), যিনি শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ইউনিক এলাকায় অভিযান চালিয়ে আলী আজগরকে গ্রেপ্তার করা হয়। পরে শিমুলিয়া কোনাপাড়ায় আরেকটি অভিযান পরিচালনা করে জাকির হোসেনকে আটক করা হয়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *