
আলমাস হোসাইন :
ঢাকার ধামরাইয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার ব্যবহৃত প্রতারণার কাজে লাগানো মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের ছোট চন্দ্রাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম উজ্জল মিয়া ওরফে জাহিদ (৩৫)। তিনি ধামরাইয়ের ছোট চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, উজ্জল মিয়া দীর্ঘদিন ধরে চাকরিপ্রত্যাশীদের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি মোবাইল ফোনের মাধ্যমে প্রতারিতদের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছিল। এ ঘটনায় ধামরাই থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”