
আলমাস হোসাইন : (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় শ্রমিকবাহী একটি চলন্ত বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের সম্ভার ফিলিং স্টেশনের সামনে চন্দ্রাগামী লেনে সিমা–সিমলা এন্টারপ্রাইজ এর বাসটিতে এ ঘটনা ঘটে।
বাসটি ডিইপিজেড শ্রমিক পরিবহনের কাজে নিয়োজিত ছিল বলে জানা গেছে।
মালিকের বক্তব্য
বাস মালিক সেলিম খান জানান, ডিইপিজেডের ছুটির সময় শ্রমিক আনতে পলাশবাড়ী থেকে বাসটি রওনা হয়। পেট্রলপাম্পের সামনে আসতেই হঠাৎ পেছনের সিটে আগুন দেখা যায়।
তার দাবি—দুর্বৃত্তরা হয়তো আগুন ধরিয়ে দিয়েছে। কীভাবে আগুন দিল বুঝতে পারিনি।
তিনি আরও বলেন, আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
চালকের দাবি
বাস চালক রেজাউল জানান, আগুনের তাপ অনুভব করে তিনি পেছনে তাকিয়ে দেখেন ছয়টি সিট জ্বলছে।
তার কথায়—এমনিই আগুন লাগার কথা নয়, তবে কাউকে আগুন দিতে দেখিনি।
পুলিশের ভিন্ন ব্যাখ্যা
আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান ভিন্ন তথ্য দেন।
তার দাবি—বাসের চালকের সহকারী অসচেতনভাবে জ্বলন্ত দেশলাই বাসের ভেতর ফেলে দেন, যা গ্যাসকিটে আগুন ধরে পেছনের সিটে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর চালক থাকলেও সহকারী পালিয়ে যান বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের তথ্য
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন—
খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের পেছনের অংশের বেশ কিছু আসন পুড়ে গেছে।